গোপালগঞ্জ প্রতিনিধি : নানা আয়োজনে গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ সকালে পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখ, পুলিশ লাইন্স মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে একইস্থানে শেষ হয়। এর পর সেখানে কেক কাটার পর গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আলবেলি আফিফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত
Leave a comment