গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সমিতির জেলা শাখার আয়োজনে শহরস্থ সিমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি গোপালগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুস সাত্তার।
জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ, গোপালগঞ্জ বিসিডিএস’র উপদেষ্টা এ্যাড. কাজী মেসবাহ উদ্দিন, সভাপতি কমল রায় চৌধুরী, এ্যাকটিভ ইউনানী ল্যাবরেটরিজের নির্বাহী পরিচালক মৃনাল কান্তি রায় চৌধুরী (পপা)।
অভিষেকের অনুষ্ঠানিকতা শেষে পরিচিতি সভায় বক্তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে দ্রুত বাস্তবায়নের আহবান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত