বুলবুল আলম, গোপালগঞ্জ : আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এ সময় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না জেল সুপার আল মামুন সহ উপজেলা নির্বাহী অফিসারগন, বিভিন্ন অফিস প্রধানগন ও কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয়। বিশেষ করে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় তা কমাতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও জেলায় অবৈধভাবে বালু কেটে নেয়া, খোলা বাজারে পেট্রোল জাতীয় ধাহ্য পদার্থ বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলার কোথাও কিশোর গ্যাং কাজ করছে কিনা তা দেখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত