জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘাত বাঁধে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ওই গ্রামের মুসলিম শেখের সঙ্গে বাবলু মোল্লার দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত