গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের কুয়াডাঙ্গা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষনের ও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।
আগামী ২০ মে গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন। শুক্রবার ছিল প্রতিক বরাদ্দের দিন। প্রতিক বরাদ্দ নিয়ে ইলিয়াস-লিটন পরিষদ ও মাসুম- কামিল পরিষদের সমর্থকদের মধ্যে কথাকাটি হয়। তার জেরধরে বিকেল থেকে রাত অবদি ইলিয়াস-লিটন পরিষদের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাসুম-কামিল পরিষদের সমর্থকদের উপর হামলা চালায়। বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল, বাসের গ্লাস ও দোকানে ভাংচুর চালানো হয়। আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে ইলিয়াস-লিটন পরিষদের সমর্থকরা মাসুম-কামিল পরিষদের সমর্থকদের লক্ষ্য করে গুলি বর্ষন করে, এমন অভিযোগ করে আহতরা।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। মাসুম- কামিল পরিষদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। মামলার প্রস্ততি চলছে। গোলাগুলি হয়েছে এমন কোন তথ্য পাওয়া যায়নি।