
ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন ইয়ারগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর শুকতাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে নয়ন শেখ (২৫), রায়হান সিকদার (৩৫), পারভেজ মোল্লা (৪৫), রুবেল মোল্লা (২৫), আনোয়ার শেখ (২২) ও মেহেদী হাসানসহ (২৪) ১২ জনকে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয়দের জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাবুল মোল্লার লোক আহম্মদ মোল্লা (৫২) ও হাফিজ মোল্লাকে (৫৪) প্রতিপক্ষের পারভেজ মোল্লার লোকজন মারধর করে। রাতে আহতাবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে আজ সকালে চর শুকতাইল গ্রামে পারভেজ মোল্লার সঙ্গে একই গ্রামের বাবুল মোল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬ জন ইয়ারগানের গুলিতে আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, পূর্বশত্রুতা নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪/৫ জন সামান্য আহত হয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত মেডিক্যাল অফিসার ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘আমি সকালে ১০ জনের চিকিৎসা দিয়েছি। এর মধ্যে কয়েকজনের শরীর থেকে এয়ারগানের গুলি বের করতে পেরেছি।
বাকিদের বের করতে পারিনি। তাদেরকে ভর্তি করা হয়েছে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত