গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ন্যায্য টাকার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়ার কাফুলাবাড়ী এলাকাবাসী এ মানবন্ধনের আয়োজন করে। কাফুলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী হাতে হাত ধরে প্রতারক বাবুল বাড়ৈর শাস্তি দাবী করেন।
এসময় ভুক্তভোগী মহাজন বাইন বলেন, প্রতারক বাবুল বাড়ৈর কাছে আমি জমি বিক্রির কথা হয়। সে মোতাবেক আমি তাকে জমি রেজিস্ট্রির মাধ্যমে দলিল করে দেই। কিন্তু বাবুল আমাকে টাকা না দিয়ে চলে যায়। কোনভাবেই তার কাছ থেকে টাকা উঠানো যাচ্ছে না। আমি আমার ন্যায্য টাকা পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।