গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নে পঙ্গু ও বয়স্ক শ্রমিকের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে ৭২জন পঙ্গু ও বয়স্ক শ্রমিকের মাঝে ৫শ’ টাকা করে এ মাসিক ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদান শেষে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বুলবুল ইসলাম বলেন, আমাদের শ্রমিকরা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন। অনেক বয়স্ক শ্রমিক কাজ করতে অক্ষম তাদের মাঝে আমরা ইউনিয়নের কোষাগার থেকে এ মাসিক ভাতার ব্যবস্থা করেছি।
এসময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী সাঈদ, সহ সভাপতি মোঃ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী কাবিল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ নাজির শেখ, সড়ক সম্পাদক মোঃ পলাশ শেখ, কার্যকরি সদস্য মোঃ আরিফুল ইসলাম জনি, মোঃ আজিজ শেখ, মোঃ রাসেল শেখ, মোঃ হাসিব শেখসহ অনেকে উপস্থিতি ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত