
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র্যবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বুধবার দুপুর ১টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তিনি।
এ সময় ডিআইজি প্রশাসন মোঃ ইমতিয়াজ আহমেদ, সদর কোম্পানী কমান্ডার মোঃ বদরুদ্দোজা ও র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফিরোজ কবির সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।