
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, মো: ইউসুফ আলী, অ্যাডভোকেট খসরুল আলম চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, গোপাগলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম কবীর ,আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবসের তাৎপর্য তুলে ধরেন।

