জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছে। তার বড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়। বুধবার(২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে পল্লী বিদ্যুতের লাইনে কাজ করছিলেন আজাহারুল ইসলাম। হঠাৎ বিদ্যুত চালু হলে বিদ্যুতায়িত হয়ে তার সারা শরীর পুড়ে যায়। দ্বগ্ধ লাইনম্যানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক আবতাফ জিলানী তাকে মৃত ঘোষনা করেন।