গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, একই গ্রামের জার্জিস মজুমদার ও পাইকান্দি ইউপি সাবেক চেয়ারম্যান ইউনুস আলী মজুমদারের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে গত বুধবার সকালে জারজিস মজুমদারের নবনির্মিত ঘরের বারান্দা ইউনুস আলী মজুমদারের হুকুমে তার তিন ছেলে হাদি মজুমদার, মেহেদী মজুমদার ও চাঁদ মজুমদার ভাঙচুর করে।বাধা দিতে গেলে তারা জারজিস মজুমদারকে জীবননাশের হুমকি দেয়।
নিরুপায় হয়ে জার্জিস মজুমদার,ইউনুস আলী মজুমদার সহ তার তিন ছেলেকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ইউনুস আলী মজুমদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার ফোন দেবার পরেও উনি ফোন ধরেননি
গোপালগঞ্জ সদর থানার এস আই মোঃ মুরাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।