জন্মভূমি ডেস্ক : ২০০৯ সালের ঢাকার পিলখানার সদর দপ্তরে বিডিআর হত্যাকান্ডের ৫৭জন সেনা কর্মকর্তা’সহ মোট ৭৪জনকে হত্যার পূন:তদন্ত ও সারাদেশে বিডিআর জোয়ানদের চাকুরীতে পূর্নবহালের দাবীতে গোপালগঞ্জে মানবন্ধন করেছে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা।
আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বিডিআরের সাবেক হাবিলদার মো: সাহাবউদ্দিন খানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানবন্ধন করেন তারা। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সোবেদার মাছুদুর রহমান, নায়ক সোবেদার অহিদুর জামান, ল্যান্স নায়ক হাফিজুর রহমান, বিডিআর সদস্যের মেয়ে তানজিমা ইসলাম’ সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী ঢাকার পিলখানার সদর দপ্তরে বিডিআর হত্যাকান্ডে আমাদের ষড়যন্ত্রমূলক আসামী করে চাকুরীচ্যুত করে। আমাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বর্তমান অন্তরবর্তীন কালীন সরকার ৫৭জন সেনা কর্মকর্তা’সহ মোট ৭৪জনকে হত্যা মামলার পূন:তদন্ত করে আমাদের যাদের বয়স আছে তাদের চাকুরীতে বহাল করা হোক। যাদের বয়স নেই তাদের পাওনা পরিশোধ করার আহবান করছি।
গোপালগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানবন্ধন
Leave a comment