জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষন চেষ্টা মামলার আসামী এ্যাড: আলমগীর হোসেন(৪৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার র্যাব- ৬ এর একটি দল র্যাব-০৬ এর সহযোগিতায় ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার র্যাব-০৬ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ ফেবু্রুয়ারী টিউশনি দেওয়ার কথা বলে বরিশালের পাচুরিয়া এলাকার বাসায় নিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে আসামী। এ সময় ছাত্রীর আত্ম চিৎকারে আশপাশের মানুষেরা এসে ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলর পর থেকে আসামী পলাতক থাকে। ১২ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীরা আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে।