
চুলকাটি অফিস : বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা গ্রামীন ব্যাংক রামপাল এরিয়ার বিভিন্ন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে খাঁনপুর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপরোক্ত গাছের চারা বিতরণ করা হয়। রামপাল এরিয়া ব্যবস্থাপক মোঃ খোশবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অফিসের জোনাল ম্যানেজার মোঃ বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন জোনাল অফিসের অডিট অফিসার আবুল বশার সিকদার। খানপুর শাখা ব্যবস্থাপক কৃষ্ণপদ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, অমিত কর বিলাস, বিপুল চন্দ্র দেবনাথ, চিন্ময় কুমার দেবনাথ প্রমুখ। উল্লেখ্য, রামপাল এরিয়ার ৯টি শাখায় মোট ১ লক্ষ ৬ হাজার ৮শ’ ৩টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর মধ্যে খানপুর শাখায় ১১ হাজার ৩শ’ ৬৬টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।