ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ভয়-ভীতির অভিযোগের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মহানগর হাকিম আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।
তিনি অভিযোগে বলেন, এ মামলার বাদির অর্থ পরিশোধের সময় সাত দিনের মধ্যে মালামাল বুঝে পাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় তিনি সেটা পাননি।
সাত মাস পণ্য না পেয়ে এরপর ইভ্যালির অফিসে গেলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এমনকি ভয়-ভীতিও দেখানো হয়েছে।
তিনি বলেন, এভাবেই পণ্য দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করে আসছে কোম্পানিটি। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের তদন্ত চলছে।
তিনি আরও বলেন, টাকা নিয়েও তারা প্রতারণা করেছে। বহু গ্রাহক অর্ডার দেওয়া পণ্য হাতে পাননি। পণ্য তো দিচ্ছেন না, টাকাও দিচ্ছেন না। তাই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত