
প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী : ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়। এ অর্জনে বিদ্যালয়টি শুধু চিতলমারীকেই নয়, পুরো বাগেরহাট জেলাকেও গর্বিত করেছে।
গত ১৩ অক্টোবর বাগেরহাট জেলা স্কুল মাঠে দিনব্যাপী আয়োজিত হয় প্রতিযোগিতাটি।
প্রথম ম্যাচে বাগেরহাট সদরকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মোড়েলগঞ্জ একাদশ। অপরদিকে চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে রামপাল একাদশকে ট্রাইব্রেকারে ৬–৫ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় ১–০ গোলে মোড়েলগঞ্জ একাদশকে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করে।
দলের খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ খেলা, দ্রুত পাস ও রক্ষণভাগের দৃঢ়তা দর্শকদের মুগ্ধ করে তোলে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজ হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার খাঁন।
এছাড়া উপস্থিত ছিলেন নবীন শিক্ষক গৌতম মালাকার ও প্রণয় কুমার রায়, ক্রীড়া শিক্ষক ও দলের প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দু, প্রাক্তন শিক্ষার্থী ও শতাধিক দর্শক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন,
“এই সাফল্য শুধু একটি খেলায় জয় নয়, এটি আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দলগত চেতনার প্রতিফলন। তারা চিতলমারীকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”
বিদ্যালয়ের পক্ষ থেকে খেলোয়াড়, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
চিতলমারীর ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে তরুণদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে।