জন্মভূমি ডেস্ক : নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আবারও নামঞ্জুর হয়েছে।
আজ সোমবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এর আগে গত জুলাই মাসে হাইকোর্ট মহিবুল ইসলাম ভূঁইয়াকে জামিন দিলেও চেম্বার আদালত তা স্থগিতাদেশ দেন।
গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার (বৈতনিক) মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে দুদকের একটি অভিযানিক দল। এই ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী ১৬১ ধারাসহ দুর্নীতিবিরোধী আইনে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
দুদক সূত্রে জানা যায়, ডা. ফাতেমা সিদ্দিকা নামের এক করদাতা সার্বজনীন স্ব-নির্ধারণী পদ্ধতিতে ২০২২-২৩ বর্ষের কর পরিশোধ করে রিটার্ন দাখিল করেন। এ সময় উপ-কর কমিশনার মহিবুল ইসলাম অভিযোগকারীকে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৯৩ ধারায় মামলা প্রদানে মাধ্যমে বিগত ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ করবর্ষের পাঁচ বছরের রিটার্ন পুনঃউন্মোচন করার ভয় দেখিয়ে ঘুষ দাবি করেন।
অভিযোগকারী ঘুষ দিতে রাজি না হওয়ায় গত ৮ ফেব্রুযারি একটি নোটিশ জারি করেন মহিবুল ইসলাম। সেই নোটিশ জারির পর অভিযোগকারীকে তার বিরুদ্ধে আনা স্বল্প কর নির্ধারণের অভিযোগ থেকে অব্যাহতি দিতে অনৈতিকভাবে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের অগ্রিম ১০ লাখ টাকা গ্রহণকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত