বাগেরহাট অফিস : দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমান্বেয়ে ঘনিভুত হয়ে ঘূর্ণিঝরে রুপ নিচ্ছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বুধবার বেলা ৩টার দিকে বাগেরহাটের মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কমকর্তা হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিম্নচাপটি মোংলা বন্দর থেকে এক হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনিভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এদিকে, মোংলা বন্দরে এক নম্বর হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বুধবার সকাল থেকে এ এলাকার পরিবেশ এখনও স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই প্রচন্ড তাপদাহে পুড়ছে বাগেরহাটের ৯টি উপজেলা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত