সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তীতে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার ও রৌদ্রজ¦ল আবহাওয়া বিরাজ করছে। রাস্তাঘাটে চলাচল বেড়েছে মানুষের। স্বাভাবিক হয়েছে যান চলাচল। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, ট্রান্সফরমার জ¦লে গিয়ে এবং বহুমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সোমবার সকাল থেকে জেলায় ৩ লাখ ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। পল্লীবিদ্যুৎ সমিতি দিনভর বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে কাজ করছেন। তবে এখনও নপর্যন্ত ৫০ হাজার দুইশ’ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুতের কর্মকর্তারা বলছে আজ বুধবারের মধ্যে জেলায় নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে মাঠ পর্যায়ে কাজ অব্যাহত রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরায় শীতকালিন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ২১ হেক্টর জমিতে সরিসা, ১২৮ হেক্টর জমিতে সবজি এবং ৪১০ হেক্টর জমিতে আমন ধানের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাওে জড়ো হাওয়ায় গতকাল জেলার বিভিন্ন স্থানে খুঁটি পড়ে, তার ছিঁড়ে,মিটার ও ট্রান্সমিটারে ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল উপকুলজুড়ে। তবে বিদ্যুৎ বিভাগ আজ সকাল থেকে ক্ষতিগ্রস্ত বিদ্যুলাইন পুন:সংস্কার করে পুনরায় বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করেছেন।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: জিয়াউর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরায় বিদ্যুৎ বিভাগের ৯টি পোল পড়ে গেছে,,ট্রান্সফরমার ৯টি, তারছেড়া স্পান ১৪১টি, ২৪২টি মিটার, ইনস্যুলেটর ৯টি ক্ষতিগ্রস্ত হয়। গত সোমবার জেলার ৩ লাখ ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন ছিলেন। মঙ্গলবার ভোর থেকে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চলন স্বাভাবিক করা হয়। আজ বুধবারের মধ্যে তাদেরকেও বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে এমন কথা জানান তিনি।
এদিকে সাতক্ষীরা ওজোপাটিকোর নির্বাহী প্রকৌশরী পলাশ ঘোষ জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে সৃষ্টন্মিচাপে দমহা হাওয়া ও বষ্টিতে কয়েকটি স্থানে বিদ্যুৎ সঞ্চালন সাময়িক বন্ধ থাকলেও মঙ্গলবার রাতে সঞ্চালন স্বাভাবিক করা হয়। তিনি জানান ওজোপাটিকোর আওতাধিন ৫০ হাজার গ্রাহক সবাই নিরবিচ্ছভাবে বর্তমানে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন করিব জানান, সাতক্ষীরায় বাগেরহাটে ২৫৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। গতকাল রাতে এসব আশ্রয় কেন্দ্রে ৩৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। ভোরে আবহাওয়া স্বাবাভিক হলে তারা বাড়ি ফিরে গেছে।
ঘূর্ণিঝড় পরবর্তী সাতক্ষীরায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা
Leave a comment