
জন্মভূমি ডেস্ক : বন্দরনগরী চট্টগ্রামে পাহাড়ধসে সাত মাস বয়সি শিশুকন্যাসহ এক বাবার প্রাণহানি হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটায় নগরীর ষোলশহর এলাকার আই ডব্লিউ কলোনিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম বিবি জান্নাত আর তার বাবা মো. সোহেল (৩৫)। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাহাড়ধসে দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেশি থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে রাতভর টানা ভারী বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
এবারের বর্ষা মৌসুমে অন্তত ১০ বার জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম শহর। এর মধ্যে গত ৪ থেকে ৭ আগস্ট টানা চার দিন জলাবদ্ধতা ছিল। এসময় নগরীর কোনো কোনো এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত পানি জমেছিল।