
জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। এতে ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিক্ষুব্ধ অবস্থায় তারা পুলিশের উপর হামলা চালায়। এসময় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এই ঘটনায় ৪০ জনকে আটক করা হয়। পরে আটক ৪০ ও পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ৪০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে কোর্টে চালান করা হয়েছে। আদালতের কাছে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।