জন্মভূমি ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আফনান নাছির বর্ষা (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী মারা গেছেন। বুধবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। একই হাসপাতালে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ছোট ভাই আদনান (১৬)।
মারা যাওয়া বর্ষা চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।
বর্ষার বাবা নাছির উদ্দিন জানান, গত সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হলে মেয়েকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ ধরে চিকিৎসা চললেও মেয়ের কোন উন্নতি হয়নি। গতকাল বুধবার রাতে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে বর্ষা মারা যায়।
নাছির উদ্দিন অভিযোগ করেন, শুধুমাত্র রক্তের প্লাটিলেটের ওপর নির্ভর করে মেয়ের চিকিৎসা করেছেন ডাক্তাররা। কিন্তু মেয়ের কিডনি ও ফুসফুস আক্রান্ত হলেও চিকিৎসকরা তা আগে শনাক্ত করতে পারেনি এবং যখন জানতে পেরেছেন তখন তারা বিষয়টি পরিবারকে জানায়নি। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্ষার ছোট ভাইও চিকিৎসাধীন রয়েছে একই হাসপাতালে।
চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে মা ও শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।