জন্মভূমি ডেস্ক : সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বটতলী স্টেশন থেকে মিছিল নিয়ে এসে টাইগারপাস সড়ক অবরোধ করার চেষ্টা করে শিক্ষার্থীরা। এসময় মহাসড়ক অবরোধের সময় পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে একজন মেয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুপুর আড়াইটা ও বিকেল সাড়ে ৩টার শাটল ট্রেনে করে চট্টগ্রাম বটতলী স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় আসতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। আধাঘণ্টাব্যাপী কথা-কাটাকাটি শেষে মিছিল নিয়ে সামনে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে।
রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) শিক্ষার্থীরা দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে। ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, পুলিশে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করেছে। তবে শিক্ষার্থীদের দাবি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারা (শিক্ষার্থীরা) পুরাতন রেলস্টেশন থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেছে। তারা আমাদের ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেছেন। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি।’
এদিকে কোটাবিরোধী আন্দোলনে মাঠে নেমেছে ছাত্রলীগ। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের সামনে অবস্থান নিয়েছেন।
কলেজ ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন রিহান বলেন, ‘শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের প্রতিরোধ করতে আমরা সক্রিয় আছি।’