জন্মভূমি ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ।
বুধবার বিকেলে ধানমন্ডির বাসায় মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। পাশাপপাশি বয়সের ভারেও পড়েছিলেন নুয়ে। চলতি বছর মস্তিস্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ হয় তার।
একাধারে নৃত্য ও অভিনয় শিল্পী ছিলেন জিনাত বরকতুল্লাহ। দেশের নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। যা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় দিয়েছিল প্রাণ। নৃত্যে বিশেষ অবদান রাখায় ২০২২ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। ক্যারিয়ারে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত