
যশোর অফিস : চাঁদাবাজি ও খুন-জখমের হুমকির অভিযোগে রাজবাড়িরর গোয়ালন্দঘাট থানার ওসি ও এসআইসহ ৪ জনকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার অভয়নগগেরর গুয়াখোলার মেসার্স সায়াদ এন্টারপ্রাইজের মালিক ইমরান হুসাইন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী জিএম কামরুজ্জামান ভুট্টো।
আসামিার হলো, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার, এসআই মনিরুল ইসলাম, সোর্স সোহেল ওরফে ভাঙ্গা সোহেল এবং ইয়াসিন শেখ।