জন্মভূমি ডেস্ক : চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা। আজ রোববার (০৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে তারা সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান নেন।
এএসআইরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৪০তম (ক্যাডেট) ব্যাচের এই সাব-ইন্সপেক্টরদের ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা তাদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, আমাদের কোনো শোকজ লেটার ছাড়া একতরফাভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে তুচ্ছ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হলেও তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই। যারা এখনও সারদায় প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে একযোগে পোস্টিং দেওয়ার দাবি জানান তারা।
তারা বলেন, আমাদের কোনো বেতন ছাড়াই দীর্ঘদিন ট্রেনিং করতে হয়েছে। তবে, ক্লাস ও খাবারের বিশৃঙ্খলার যে অভিযোগে আমাদের বাদ দেওয়া হয়েছে, তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কর্তৃপক্ষ। যারা দায়িত্বে ছিলেন, তারা বলেছেন সেদিন কিছুই ঘটেনি। তাহলে কেন আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হলো? আমরা আমাদের ন্যায্য চাকরি ফেরত চাই।
এসব সাব-ইন্সপেক্টররা আরও বলেন, আমরা রাস্তায় অবস্থান করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, তার সুষ্ঠু বিচার দাবি করছি।