
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: চিতলমারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার, চিতলমারী, বাগেরহাট-এর আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অচুত্যানন্দ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব প্রভাত হালদার, জনাব মানষ তালুকদার, জনাব সুবির ঘোষ, জনাব শংকর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি জনাব একরামুল হক মুন্সি, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনাব মুকুল কুমার মজুমদার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব ইব্রাহিম ফকির, সহকারী শিক্ষক সমিতির সভাপতি জনাব কাজী কামরুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মহিতুল ইসলাম এবং সহকারী শিক্ষক প্রতিনিধি জনাব রিয়াজ হাসান।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তোলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান অপরিসীম। তাদের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অবসর গ্রহণ করলেও সমাজ ও শিক্ষাক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভবিষ্যতেও মূল্যবান ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব হামিদুর রহমান ফকির। তিনি তাঁর বক্তব্যে কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষা প্রশাসন ও স্থানীয় সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা আবেগঘন পরিবেশে তাদের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি ভাগ করে নেন।

