
চিতলমারী প্রতিনিধি : দক্ষিণবাংলার উন্নয়নের রূপকার বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর মোল্লাহাট কে,আর ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বিএনপি-জামাতের পুতেরাখা বোমা হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫টায় শহীদ মিনারের সম্মুখে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মোঃ শহিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শেখ মোঃ কেরামত আলী, শেখ শামীম আনোয়ার বাবু, শেখ মোঃ নজরুল ইসলাম, এস এম মাহাতাবুজ্জামান, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী মোঃ আবু শাহীন, রিয়াজুল ইসলাম রিয়াদসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।