জন্মভূমি ডেস্ক : জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন করেছে সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এ দাবি দ্রæত বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল, চিকিৎসক আবু ইসানুর, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ ও সহকারী প্রোগ্রামার মো. আসাদুজ্জামান প্রমুখ।’
চিতলমারীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মনববন্ধন
Leave a comment