চিতলমারী প্রতিনিধি : অনেক জল্পনা-কল্পনার মধ্য দিয়ে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীগণ যাচাই-বাছাই এ উত্তীর্ণ হবার পর জোরে সোরে মাঠে নেমে পড়েছেন। বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৩টি পদে মোট ১২জন প্রার্থী নির্বাচন করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে রয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সাবেক ছাত্র ও য়ুবলীগ নেতা আলমগীর সিদ্দিকী, এস এম অহিদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা প্রয়াত এ্যাডঃ কালিদাস বড়াল ও সাবেক এমপি হেপী বড়ালের কন্যা অদ্বিতী বড়াল। এর মধ্যে অশোক কুমার বড়াল একাধিকবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আলমগীর সিদ্দিকী একবার নির্বাচন করে অশোক কুমার বড়ালের সাথে পরাজিত হয়েছিলেন। এছাড়া তিনি গত কলাতলা ইউপি নির্বাচনে ব্যপক ভাবে পরাজিত হন। ২০২৪ সালের নির্বাচনে এস এম অহিদুজ্জামান ও অদ্বিতী বড়াল নতুন মুখ হিসেবে নির্বাচন করছেন। এস এম অহিদুজামান ৮০র দশকে আওয়ামীলীগ নেতা মরহুম সিরাজুল হক মল্লিকের হাত ধরে চিতলমারী থানা রাজনীতিতে পদার্পন করেন। তিনি গুটি কয়েক ছাত্রদের নিয়ে চিতলমারী থানা ছাত্রলীগ গঠন করেন। শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী ও বলিষ্ঠ মেধাবি এ ছাত্র নেতার হাত ধরে তখন অনেকেই ছাত্রলীগে নাম লেখান। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন। আপামর জনগনের হৃদয়ের স্পন্দন, চিতলমারী উপজেলার সুবিধাবঞ্চিত গণমানুষের স্বপ্নের আলোক বর্তিকা, রাজ পথের লড়াকু সৈনিক, পরিশুদ্ধ রাজনীতির ফেরিওয়ালা এস এম অহিদুজ্জামান একজন তৃণমূল পর্যায়ের পরিচ্ছন্ন ও পরীক্ষিত পোড় খাওয়া নেতা। আশির দশকের শেষ দিকে বাংলাদেশ ছাত্রলীগের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণের হৃদয়ে স্পন্দিত হয়। অনেক চড়াই উৎরাই পেরিয়ে নববইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এস এম অহিদুজ্জামান এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গন্ডী পেরিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হয়ে দূর্বার সাহসীকতার স্বাক্ষর রাখেন এবং বাগেরহাট জেলা, খুলনা বিভাগ তথা অনেক কেন্দ্রীয় নেতাদের স্নেহ ভাজন হয়ে ওঠেন। যার ফলে ১৯৯৬ এ আওয়ামীলীগ সরকার গঠন করার পর ২০০৭ সাল পর্যন্ত দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদান করেন। তিনি প্রায় ১১ টি বছর তার প্রজ্ঞা, ক্ষুরধার মেধা, অসীম ধৈর্য ও সাহসীকতার অগ্নি পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়ে জনগনের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি চিতলমারী উপজেলার রাজনৈতিক অঙ্গনের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা ও এলাকার অসহায় সুবিধা বঞ্ছিত মানুষের ভাগ্যের পরিবর্তন আনায়ন, তৃণমূল পর্যায়ের নেতা -কর্মীদের যথাযত মূল্যায়ন করার প্রতিশ্রুতি নিয়ে আসন্ন চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেন। গনতন্ত্রের মানষকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর ভোটাধীকার প্রয়োগের প্রতিশ্রুতি পূরণের স্বপ্ন বাস্তবায়নে এস এম অহিদুজ্জামান সকলের কাছে ভোট প্রার্থনা করছেন। এলাকায় সরোজমিনে একাধীক ভোটারদের সাথে কথা বললে তারা প্রতিনিধিকে জানান. যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগন যদি সঠিকভাবে ভোট দিতে পারে তবে এবার নতুনমুখ হিসেবে এস এম অহিদুজ্জামান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে এলাকাবাসী আশা ব্যক্ত করেছেন।