চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা “১১জুন থেকে ১৬জুন ৩দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ১১জুন দুপুর ১:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মেলায় আগত কৃষকদের জলবায়ু পরিবর্তন বিষয়ক আধুনিক কৃষি প্রযুক্তি দেখানো ও আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কৃষিকে আধুনিকরণ করা।ঘেরের পাড়ে অফসিজন তরমুজ চাষ,মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যাবহার,বস্তা ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ,লবণাক্ত জমিতে বেডনালা পদ্ধিতে সবজিচাষ,ফলগ্রাম স্থাপন ইত্যাদি প্রযুক্তি বিষয়ে চাষীদের উৎসাহিত করা মেলার প্রধান লক্ষ্য।
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, আইসিটি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল্লাহ, প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সহ প্রমূখ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, মোঃ ওয়ালিউজ্জামান জুয়েল খলিফা, সামিয়া রহমান বিউটি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব,সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
চিতলমারীতে ক্লাইমেট- স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
Leave a comment