
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ১ এক কেজি গাজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। গত ১৯ মে রাতে বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় চিতলমারী থানার অফিসার ইন চার্জ এ এইচ এম কামরুজ্জামান খান এর নেতৃত্বে সংগীয় এস আই নিরস্ত্র মোঃ গোলাম কিবরিয়া খান ও ফোর্সসহ চিতলমারীর খলিশাখালি গ্রামের মিন্টু বিশ্বাসের (৪০) বাড়িতে অভিযান পরিচালনা করে ১(এক) কেজি গাজা উদ্ধার করেছে। মিন্টু বিশ্বাস (৪০) খলিশাখালি গ্রামের রুহিদাস বিশ্বাসের ছেলে। পুলিশ মিন্টু কে আটক করে চিতলমারী থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে চিতলমারী থানায় মামলা রুজু হয়েছে।