
প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে সূচনা হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিতলমারী এ.কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মো. সাজ্জাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম নান্না, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম। এ ছাড়াও উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার শিক্ষার্থী।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত