চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীর নালুয়া বাজার থেকে মোঃ আকরাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদহে উদ্ধার করা হয়েছে। সে আড়ুয়াডিহি গ্রামের আলম উদ্দিনের পুত্র। শনিবার চিতলমারী উপজেলার নালুয়া বাজারের তুহিন শেখের চায়ের দোকান থেকে উক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় প্রতিদিনের ন্যায় তুহিন দোকানে যায়। দোকানে আকরাম হোসেন রাতে ঘুমাতেন। তুহিন আকরামকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে লোকজনকে ডাক দেয়। সবাই মিলে ভেতরে ঢোকার চেষ্টা করে। টিনের ফাঁকা দিয়ে দোকানের ভেতরে আকরামকে দেখা যায়। তখন থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
নিহতের ভাই জানান, তার ভাইয়ের আগে থেকে বুকে ব্যাথা ছিল। সে রাতে বাড়িতে থাকতো না। হোটেলে খাবার খেয়ে রাতে তুহিনের চায়ের দোকানে ঘুমাতেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত