চিতলমারী বাগেরহাটঃ বাগেরহাটের চিতলমারীতে একটি চিংড়ী ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে চিংড়ীসহ বিভিন্ন ধরনের অন্তত ২০ লাখ টাকার মাছ মারা গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি করে জানিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দানোখালি গ্রামের দিপঙ্কর মন্ডলের একটি মৎস্য ঘেরেএ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দীপঙ্কর মন্ডলের ১৫ বিঘার একটি মৎস্য ঘেরে বিষপ্রয়োগ করে দুর্বৃত্তরা। ১৮ আগষ্ট শুক্রবার সকালে ওই ঘেরের চিংড়ীসহ সাদা মাছ মরে ভাসতে দেখে এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ,ইচ,এম কামরুজ্জামান খান জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত