
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়,পরে এক বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয় এবং পরে আলোচনা সভা শুরু হয়।
“সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতি পাদ্যের আলোকে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধানঅতিথি উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সোনালী ব্যাংক কর্মকর্তা কল্যাণ আশিস দত্ত,সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, কৃষি বিদ সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সহ প্রমূখ কর্মকর্তা বৃন্দ, সুধীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
এদিন সমবায়ীদের মাঝে ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।