
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। গত শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আড়ুয়াবর্নী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে উভয় পক্ষের আহত চারজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—একই গ্রামের মৃত বজলুর রহমান মুন্সীর ছেলে বাদশা মুন্সী (৫০) এবং প্রতিপক্ষের কামরুল শেখ (৪০), বাবুল শেখ (৬০), পিতা মৃত সামসুল হক শেখ, ও হেলাল শেখ (২৫), পিতা মো. হান্নান শেখ। আহত বাদশা মুন্সী অভিযোগ করেন, তিনি সকালে তার নিজস্ব দখলীয় জমিতে কাজ করছিলেন। এসময় কামরুল শেখ এসে তাকে জমিতে কাজ করতে নিষেধ করেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে কামরুলের সহযোগীরা দা, লাঠি ও হাতুড়ি নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

