
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে দুর্যোগ প্রস্তুতিমূলক সভা শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রী। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ছিলেন অশোক কুমার বড়াল। আরো উপস্থিত ছিলেন ডাঃ এম আর ফরাজি, মোঃ সিফাত আল মারুফ, মোঃ সোহরাব হোসেন, অপূর্ব দাস, চেয়ারম্যা মোঃ আবু সাহিন, চেয়ারম্যা মোঃ ওয়ালিউজ্জামান জুয়েলসহ, সূধীজন ও স্থানীয় সাংবাদিক বৃন্দসহ আরো অনেকে।
সভায় প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার সকলকে নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোখার তান্ডব থেকে সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য মাইকিং করা এবং সর্বদা সতর্ক থাকা, দুর্যোগ মোকাবেলায় প্রস্তত থাকা।