
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই সকাল ৯ টায় শিবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্তরে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী।
উক্ত টুর্নামেন্টে চিতলমারীর ৭ ইউনিয়নের বিজয়ী ছাত্র ছাত্রী বৃন্দ অংশ গ্রহণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল চেয়ারম্যান উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তপন কুমার দেবনাথ, মোঃ আরিফুল ইসলাম ও মানষ কুমার তালুকদার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ লিটন মুন্সি উপজেলা ক্রীড়া সম্পাদক এবং টুর্নামেন্টে অংশ গ্রহণ কারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ সুধীজন, স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।

