চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন, জন প্রতিনিধি, সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তরা বাল্যবিয়ে প্রতিরোধকল্পে নারীর ক্ষমতায়ন, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির আইনি অধিকার নিশ্চিতকরণ, আইন বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সাইয়েদা ফয়জুন্নেছা, লিয়াকত আলী, মো: হাফিজুর রহমান, মো: সোহরাব হোসেন, সিফাত-আল মারুফ, সস্মিতা রায়, বিভিন্ন ইউনিয়ন তহসিলদারগণ, চেয়ারম্যান অর্চনাদেবী বড়াল, মো: ইসমাইল হোসাইন, পারভীন খাতুন প্রমুখ।
চিতলমারীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
Leave a comment