চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম,ভুট্ট সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষিপ্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা
শেখ আসাদুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ সহ প্রমূখ কর্মকর্তা বৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে। এসময়ে উপজেলার ৭ টি ইউনিয়নের ৫৮০ জনকে সরিষা,৩৪০ জনকে সূর্যমুখী,৫০ জনকে গম,৩০ জনকে ভুট্টা এবং ১০,জন মোট ১০১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়। এদের প্রতি জনকে ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ভুট্টা ০২ কেজি, ডিএপি ২০ কেজি,এমওপি ১০ কেজি।
সরিষা ০১ কেজি, ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি। সূর্যমুখী ০১ কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০ কেজি। খেসারি ০৮ কেজি,ডিএপি ১০ কেজি, এমওপি ০৫ কেজি বীজ ও সার বিতরণ করা হয়।
চিতলমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Leave a comment