সাজ্জাদ,চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা গত ৩১ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
অনুষ্ঠানের শুরুতে বিশাল এক র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল উপজেলা পরিষদ চেয়ারম্যান, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমি, ডাঃ এম আর ফরাজি, মোছাঃ কামরুন্নেছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা গণ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরী ও কলেজের প্রধান শিক্ষক বৃন্দ সূধীজন স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম সাফা ও সাংবাদিক সাজ্জাদ সহ আরো অনেকে।
উক্ত সভায় "তামাক নয়,খাদ্য ফলান " এই প্রতি পাদ্যের আলোকে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত