চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, মোঃ বাবুল হোসেন খান, ইউপি চেয়ারম্যান অর্চনা দেবি ঝর্ণা, হাফিজুর রহমান, মোঃ সিফাত আল মারুফ এবং স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণের কথা বলা হয়।