চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও শিপবুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। গত শুক্রবার ভোর ৪টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মরহুমের নামাজে জানাজা শুক্রবার আছরবাদ আড়ুয়াডিহি মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান, ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, জেলা পরিষদ সদস্য খালিদুর রহমান টিটো, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ালিউজ্জামান ও কাজী আবু সাহিনসহ আরো অনেকে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ মৃত্যু কালে স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত