
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজার মারপিটে চাচা ইউনুছ আলী (৪১) খুন হয়েছে। ঘটনার সাথে জড়িত ভাতিজা হোসাইন শেখ (২৫) ও ভাবি বেবী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এলাকা বাসি জানান, গত শুক্রবার দুপুর ১১টার দিকে চাচা ইউনুছ আলী শেখ (৪১) ভাতিজা হোসাইন শেখ (২৫) দের আমড়া গাছের নিচ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে যাওয়ার জন্য একটি ডাল কাটা কে কেন্দ্র করে ভাবি বেবী বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এঘটনার জেরেসন্ধ্যা ৭টার দিকে চাচা গোয়াল ঘরে গরু উঠাতে যাওয়ার সময়ে ভাতিজা হোসাইন শেখ লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি এ ইচ এম কামরুজ্জামান খান জানান, এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যার সাথে জড়িত মা ও ছেলেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।