চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় চিতলমারী উপজেলা ভূমি অফিসের আয়োজনে গত সোমবার (১০ জুন) ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। ৭দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেতবতী মিস্ত্রী এর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মেরাজুল খান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও সেবা গ্রহণ কারীগণ প্রমূখ।