চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ছাব্বির শেখ (৪০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি উপজেলার মচন্দপুর গ্রামের মন্নু শেখের ছেলে। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মচন্দপুর মনিরুল শেখের বাড়ির সামনের স-মিলসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাব্বির গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এ ঘটনায় ছাব্বির শেখের পিতা মন্নু শেখ বাদি হয়ে মিলু শেখ ও বাবুল শেখসহ ১৭জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে স্থানীয় ইউপি সদস্য সোহাগ জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কুনিয়া বাসস্টান্ডে সামান্য ঘটনা নিয়ে প্রতিপক্ষ ছাব্বির শেখ ও তার লোকজন বদরুল শেখকে মারপিট করে সে আহত অবস্থায় চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এবং থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।