জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে সাপের দংশনে বিবেক হিরা (৩৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দড়ি উমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিবেক হিরা দড়ি উমাজুড়ি গ্রামের বিমল হীরার ছেলে।
জানা গেছে, বিবেক হিরা দীর্ঘদিন ধরে ওঝা হিসেবে সাপে কামড়ানো রোগী চিকিৎসা করাতেন। এলাকার মানুষকে সাপে দংশন করলে তিনি ঝাড়ঁফুক করতেন। গতকাল ২৫ জুলাই সকালে মাছধরা জালে একটি বিষধর সাপ বাধলে বিবেক হিরা ওই সাপ ধরতে গেলে হঠাৎ তাকে কামড় দেয়। এরপর তিনি অসুস্থ্য হলে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান জানান, মৃত অবস্থায় বিবেক হীরাকে জরুরী বিভাগে আনা হয়েছিল।