
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত শুক্রবার বিকেলে নতুন এ কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত এ কমিটিতে মো: জাহাঙ্গীর উকিলকে আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্নাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। উক্ত কমিটিতে ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, চঞ্চল মন্ডল (স্যার), এমএ খসরু আহম্মেদ ও ডাঃ জাবের আলীকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হেসেন খান ও সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় এ কমিটির অনুমোদন দেন।

